
সোমবার ০৫ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক : কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কটাক্ষ করলেন বিজেপি নেতা অমিত শাহ। তিনি বলেন, কংগ্রেসের শিকার তিনি। গান্ধী পরিবারের কাছে তিনি বিক্রি হয়ে গেছেন। ৪ জুন লোকসভা ভোটের ফল প্রকাশের পর তাঁর কপালে দুঃখ আছে। কংগ্রেস আমলে গরিবের যে সমস্যা ছিল তা মোদির আমলে নেই। ইন্ডিয়া বর্তমানে ডিজিটাল হয়েছে। দেশবাসী জানে মোদি তাঁদের উন্নতি করেছে। ভোটে হারের পর গান্ধী পরিবার তাঁর ওপর দোষ দিয়ে নিজেদের দায় ঝেড়ে ফেলবে। সেদিন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন।